Translate By Aah.Towfiq
Wednesday, May 5, 2021
#Welftion #ওয়েলফশন #وعلفشن || Welftion ওয়েলফশন
#Welftion #ওয়েলফশন #وعلفشن || Welftion ওয়েলফশন وعلفشن
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
"সততায় আমরা" "কল্যাণে আমরা" "শান্তিতে আমরা"
ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ
বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন।
প্রবর্তন : ০৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ
E-mail : welftion@yahoo.com
ভূমিকাঃ সংগঠন একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে একদল মানুষ একটি সাংগাঠনিক কাঠামোর অন্তভুক্ত হয়ে নিদিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিরন্তর। ওয়েলফশন - মানবকল্যাণ সংঘ এর ব্যাতিক্রম নয়। ওয়েলফশন একটি মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন । যেখানে বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তি একত্রিত হয়ে। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন,ক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন তথা আদর্শ সমাজ জীবন গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সামাজিক, উন্নয়নশীল ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে এই সংগঠন টি আত্মপ্রকাশ করে।
যা মানুষ ও মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।
আপনিও যদি হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে মানবসেবা ও মানব উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেতে চান যোগ দিন আমাদের সাথে, যোগ দিন ওয়েলফশন~মানবকল্যাণ সংঘে।
খ)
সংগঠনের নামঃ
এই সংগঠনের নাম “ওয়েলফশন কল্যাণ সংঘ”।
ডাক নাম : 'ওয়েলফশন মানবকল্যাণ সংঘ'
(EN- Welftion Human Welfare Association)
অন্য নাম : " ওয়েলফশন শান্তি সংঘ" ( Welftion Quiets Association )
উপধারা-১
(ক) স্লোগান
স্লোগান : "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি"
(খ) নীতিবাক্য :
নীতিবাক্য : "সততায় আমরা" "কল্যাণে আমরা"শান্তিতে আমরা"
উপধারা - ২
(ক) সংগঠনের ধরন:
অলাভজনক প্রতিষ্ঠান, কল্যাণমূখী, সমাজসেবা মূলক,উন্নয়ন মূলক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
(খ) সংগঠনের মুলমন্ত্র (মূলনীতি) :
” একতা, সততা, (ঐক্য), সহযোগিতা, বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ, শিক্ষা, শান্তি, উন্নতি” ওয়েলফশনের মূলনীতি হিসেবে বিবেচিত।
প্রধান প্রবর্তক : তৌফিক হোসাইন
প্রতিষ্ঠিতা সদস্য : ওয়াহিদুল্লাহ্ কাওছার, তৌফিক হোসাইন,মোঃ রাকিব মিয়া।
শর্তাবলীঃ
শর্ত :
• ভালো যে কোনো কাজ করা যাবে এবং খারাপ যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।
• ইসলাম দ্বি-পন্থী, এবং রাষ্ট্রীয় আইন বিরুদ্ধী কোনো কাজ করা যাবে না।
• উদ্ধতন কর্মকর্তাদের প্রতি অনুগত থাকতে হবে।
• অন্য যে কোনো কাজের থেকে সংগঠনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।
• অবশ্যই দায়িত্বশীল হতে হবে।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
এই সংগঠনের মুল লক্ষ ও উদ্দেশ্য হল বিশ্বের কল্যাণ কামী দল & ব্যক্তিদের একত্রিত করে। সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তথা স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা। মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।
"লক্ষ উদ্দেশ্য "
• বিশ্বের কল্যাণকামী দল & ব্যক্তিদের একত্রিত করা।
• সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা।
• স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা।
• মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।
শর্ত : ভালো কাজ ছাড়া যে কোনো প্রকার খারাপ কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
[ ] সুস্থ মস্তিষ্কের যে কেউ আবেদন করতে পারবে।
ইসলাম দিপন্থি, রাষ্ট্রিয় আইন বিরুদ্ধি কোনো কাজে অভিযুক্ত হলে ওয়েলফশণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা মেনে নিতে বাধ্য থাকিবে।
• সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
• একতাই বল'
• সত্য যাই হউক আমরা সবাই তা মেনে নিতে বাধ্য।
"" মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ""
____________________________
সততা আর কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে সুন্দর সমাজ গড়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
[ ] সত্য প্রতিষ্ঠা
[ ] শান্তি প্রতিষ্ঠা
[ ] সত্যি যাই হউক আমার সবাই তা মেনে নিতে বাধ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা
• পার্ক তৈরি করা ( পর্যটক এলাকায় পরিনত করা)
• ওয়েলফশন সৈনিক / বাহিনী গঠন।
• কর্মসংস্থান তৈরি।
• পাঠশালা নির্মাণ করা
• অনাথ পথশিশুদের অাশ্রম নির্মাণ করা।
• প্রতিবন্ধীদের জন্য পাঠশালা নির্মাণ।
• মাদক বিরোধী আন্দোলন ও শিশু শ্রম বন্ধ করা।
• বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা।
• শিক্ষা প্রতিষ্ঠান সহ ভিবিন্ন প্রতিষ্ঠান নির্মান করা।
পরিবেশনা
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🧿 information Welftion
🎙 Song Welftion
🎶 Music Ⓦⓔⓛⓕⓣⓘⓞⓝ
🎧 Artist Towfiq Sultan
(Organizer & CEO)
🖊 Author 𝙼𝚍.𝚃𝚘𝚠𝚏𝚒𝚚 𝚂𝚘𝚜𝚜𝚊𝚒𝚗
(Founder & CEO)
📷 Capture 𝕿𝖔𝖜𝖋𝖎𝖖 𝕾𝖚𝖑𝖙𝖆𝖓
🎥 Videos Towfiq Sultan
(Establisher & CEO)
🖥 Editor Welftionar Alamin
(𝒯ℴ𝓌𝒻𝒾𝓆 𝒮𝓊𝓁𝓉𝒶𝓃)
🗂 Album Welftion𝕋𝕠𝕨𝕗𝕚𝕢 𝕊𝕦𝕝𝕥𝕒𝕟 RP 4
〰〰〰〰〰〰〰〰〰 Address : B/77 Welftion Office Rd,Welftion, Bangladesh
Do not use this video directly. If you use the video, Welftion ( Welftion Human Welfare Association) may take legal action against you. Also use the number, E-mail or link given on the skin to contact us.
• وعلفشن جمعية رعاية الإنسا وعلفشن #وعلفشن
جمعية وعلفشن لرعاية الإنسان
Fair Use Act Disclaimer
This site is for educational purposes only!!
**FAIR USE**
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Wings Of Norway by Scandinavianz https://soundcloud.com/scandinavianz
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
Free Download / Stream: https://bit.ly/wings-of-norway
Music promoted by Audio Library https://youtu.be/71enqnxhJZI
––––––––––––––––––––––––––––
" Stay connected with us "
وعلفشن جمعية رعاية الإنسان
ওয়েলফশন মানবকল্যাণসংঘ
Welftion Human Welfare Association
~ ''এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি ''
🔝🔝🎞🎞🔷🔷🖥🖥♥♥🖥🖥🔉🔉🎞🎞🔝🔝
🔔 SUBSCRIBED This YouTube Channel
Links : https://www.youtube.com/channel/UCEqMpHVAJSG3GRp3C6did0A
🚩 Facebook :- https://www.facebook.com/WELFTION/
Linkedia :- https://www.linkedin.com/in/welf-tion-26b599199
Instagram :- https://www.instagram.com/welftion/
Twitter :- https://www.twitter.com/welftion
Maps : https://maps.app.goo.gl/vaJ1QVTRahT71hSQ9
📞 WhatsApp : https://wa.me/8801518383566
🛄 imo : https://bgroup.imo.im/_PdfXlGoyap3mW4Sq
🔗https://sites.google.com/view/welftion/home
Keywords :
#Welftion #ওয়েলফশন #وعلفشن
ওয়েলফশন - وعلفشن - Welftion -
নাম : ওয়েলফশন কল্যাণ সংঘ ( EN- Welftion Welfare Association)
ডাক নাম : ওয়েলফশন মানবকল্যাণ সংঘ (EN- Welftion Human Welfare Association)
অন্য নাম : ওয়েলফশন শান্তি সংঘ ( EN- Welftion Quiets Association)
#7_Connection_of_Welftion
D:~ /storage/emulated/0/Documents/Presentation 1.pptx
🔘 ওয়েলফশন ~ মানবকল্যাণ সংঘ
🔵 Google : Welftion ~ Human Welfare Association
🔍 Google Search : Welftion
Blog : https://welftion.blogspot.com/
Covid-19 Play List : https://www.youtube.com/playlist?list=PLWWRU0cUBCkBrzhKmt6gt5evPpylLpclt&jct=aeeeujtz3kHrN34uv8FFcYEdduv0rg
🕌 Others Info : https://drive.google.com/folderview?id=19LKVyX4AhcHJ7-1Xp8wEDA5DSJEMKNSz
🏞 Others Photos & Videos Upload Links : Welftion
https://maps.google.com/?q=Welftion&ftid=0x3756816909b0c479:0x6032564938ab0e6d
🛡 Facebook Group : https://www.facebook.com/groups/WELFTION/
YouTube : https://www.youtube.com/channel/UCEqMpHVAJSG3GRp3C6did0A
[[*]]## If you have any questions or concerns about this video, please contact us at this address....
"Contact "
📧 E-mail : welftion.help@Outlook.com
📧 E-mail 2 : welftion@hotmail.com
📧 Emergency E-mail : welftion@gmail.com
💴💵💰💰💴🎁🎁💶💳💴💸💴💴
==================================
" দান করা সবসময় দান নেওয়ার থেকে অধিক উত্তম কাজ "
Donate : [(BKash,DBBL- (+2)] 01870838722
ওয়াহিদুল্লাহ্ কাওছার
সাধারণ পরিচালক
Contact :
Messenger :- http://m.me/WELFTION
WhatsApp : https://wa.me/8801518383566
Towfiq Hossain
CEO
ℹ Details : https://welftion.blogspot.com/p/blog-page_27.html
Caption author Towfiq Sultan
( Bangla,English)
Source info View attributions
_________________________________________
Welftion Info in theis Sites.
Learn more
Licensed to Welftion by
🇼 🇪 🇱 🇫 🇹 🇮 🇴 🇳
ধারা-৪
মনোগ্রাম ঃ মনোগ্রামের ব্যাক গ্রাউন্ড আকাশী বা সাদা। যা গভীর ভালোবাসা শান্তি ও কল্যাণ কে বুঝানো হয়েছে। মনোগ্রামটিতে মাঝখানে গাঁড় লাল রং বা ওয়েলফশন রং এ ইংরেজি অক্ষর (QWFT) দেখাবে যার আকৃতি হবে ইংরেজি অক্ষর Q এর মত । উপরোক্ত সবকিছুকে দুটি নিম পাতার ছড়া দিয়ে আর্বিত দেখানো হবে। যা সমাধান,কল্যাণ ও শান্তির প্রতিক হিসাবে দেখানো হয়েছে। নিচের অংশে আরবিতে "وعلفشن" লিখা থাকবে। মনোগ্রামের রং হবে কালো, লাল, সাদা, সবুজ এবং আকাশি নীল বা বেগুনি।
উপরে খেজুর গাছ থাকবে। যা শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। وعلفشن লিখার নিচে (৩)তিনটা স্টার (তারকা) চিহ্ন থাকবে। যা তিনটা মূলনীতি কে বুঝানো হয়েছে। মনোগ্রামটি সাদা বৃত্তের উপর নিচের দিকে সংগঠনের নাম ওয়েলফশন মানবকল্যাণ সংঘ দুই পাশে দুইটি করে (৪) চারটি তারকা (স্টার) চিহ্ন থাকবে। উপরের দিকে ইংরেজিতে "Welftion Welfare Association" লেখা থাকবে।
মোট ৭টা তারকা (স্টার) চিহ্ন সংগঠনটির (৭) সাতটি মূলনীতি কে বুঝানো হয়েছে।
ওয়েলফশনের সাথে সম্পৃক্ত সংগঠন ও কল্যাণ কামী দল লগো টা ঠিক রেখে লক্ষ উদ্দেশ্যর সাথে মিল রেখে মনোগ্রাম তৈরি করবে। তারকা ( স্টার) গুলো পথ নির্দেশক হিসেবে ব্যাবহার করা হয়েছে।
ধারা ৫ঃ
মূলনীতিঃ সংগঠনের মূলনীতি একতা বা ঐক্যবদ্ধ (ঐক্য),সততা (বিশুদ্ধ উদ্দেশ্য),সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ (বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ),শিক্ষা, শান্তি, প্রগতি (উন্নয়ন)।
"আবেদন ফরমের ধরন "
১. সাধারণ আবেদন ফরম।
২. প্রাথমিক আবেদন ফরম।
৩. সহজ আবেদন ফরম & সহজ আবেদন।
Welftion Primary Application Form
Content Now.
Links : https://www.youtube.com/channel/UCEqMpHVAJSG3GRp3C6did0A
🚩 Facebook :- https://www.facebook.com/WELFTION/
Linkedia :- https://www.linkedin.com/in/welf-tion-26b599199
Instagram :- https://www.instagram.com/welftion/
Twitter :- https://www.twitter.com/welftion
🔗 Page https://www.facebook.com/WELFTION
https://sites.google.com/view/welftion/home
Contact :
Messenger :- http://m.me/WELFTION
WhatsApp : https://wa.me/8801518383566
ভবিষ্যৎ পরিকল্পনা :-
১• মাদ্রাসা & প্রতিষ্ঠান, এতিমখানা নির্নমান।
২• কর্মসংস্থান তৈরি।
• পাঠশালা নির্মাণ করা
• অনাথ পথশিশুদের অাশ্রম নির্মাণ করা।
• প্রতিবন্ধীদের জন্য পাঠশালা নির্মাণ।
• বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা
• শিক্ষা প্রতিষ্ঠান সহ ভিবিন্ন প্রতিষ্ঠান নির্মান করা।
(বিতর্ক প্রতিযোগিতা এবং রক্ত দান কর্মসূচী)
( কাপাসিয়া নিয়ে পরিকল্পনা - ভবিষ্যতে পর্যটক এলাকা হিসেবে আবেদন)
ওয়েলফশন - হে, কল্যাণকামীরা, এসো একত্রিত হই, ওয়েলফশন পতাকা তলে।
"বিসমিল্লাহির রহমানির রহিম"
"সততায় আমরা" "কল্যাণে আমরা"
"ওয়েলফশনার আমরা" "শান্তিতে আমরা "
ওয়েলফশন ৭ টাকায় ইফতার বিতরণ কর্মসূচী
• একতা,
সততা,সহযোগিতা,
বন্ধুত্বপূর্ণ,
শিক্ষা, শান্তি,
"উন্নতি” ওয়েলফশনের মূলনীতি।
"এসো মানবতার কল্যাণে কাজ করি সুন্দর সমাজ গড়ি"
🔘✔️✔️ হজরত যায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাল, তারও রোজাদারের ন্যায় সাওয়াব হবে; তবে রোজাদারের সাওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)
🔘আল-কুরআন
✔️✔️১) হে মুমিনগণ! তোমাদের জন্যে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। (সূরা বাকারাহ-১৮৩)
🔘✔️ হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, সাওম অধ্যায়)।
🔘✔️ রাসূল (সা.) বলেন, ‘হে বনি আদম! যদি উদ্বৃত্ত অর্থ দান কর, তাহলে ভালো হবে আর আটকে রাখলে ক্ষতি হবে।’ (আবু দাউদ, হাদিস : ১৯৬৪)।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, ‘ধন-সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়।’ (সূরা আল-হাশর, আয়াত-৭)।
রাসূলুল্লাহ (সা.) আরও এরশাদ করেন, ‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বোখারি, হাদিস : ৬০১১)
রাসূলুল্লাহ (সা.) আরও এরশাদ করেন, ‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বোখারি, হাদিস : ৬০১১)
✔️নোমান (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘সব মুমিন দেহের মতো। যখন তার চোখে যন্ত্রণা হয়, তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথাব্যথা হয়, তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে।’ (মুসলিম, হাদিস : ২৫৮৬)
হাদীস : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু’।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না।
✔️ রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২)
রাসূল (সা.) আরও বলেছেন, ‘কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তায়ালাও ততোক্ষণ তাকে সাহায্য করতে থাকেন।’ (তিরমিজি)
হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে। (সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম: ৭৬০)
অন্য বর্ণনায় এসেছে-‘যে রোজাদারকে ইফতার করাল, তাকে পানাহার করাল, তাকেও রোজাদারের সমান সাওয়াব দেয়া হবে; তবে তার (রোজাদারের) নেকি বিন্দুমাত্র হ্রাস করা হবে না। (তাবরানি, মুসান্নেফে আব্দুর রাজ্জাক)
রাসূল (সা.) আরও বলেছেন, ‘বান্দা ভাইকে সাহায্য করে, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে থাকেন।’ (মুসলিম, হাদিস : ২১৪৮)
আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)
মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)।
হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
সূরাঃ আল-বাকারা [2:183]
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূ কুতিবা ‘আলাইকুমসসিয়া-মু কামা-কুতিবা ‘আলাল্লাযীনা মিন কাবলিকুম লা‘আল্লাকুম তাত্তাকূন।
হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
O ye who believe! Fasting is prescribed to you as it was prescribed to those before you, that ye may (learn) self-restraint,-
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, ‘ধন-সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়।’ (সূরা আল-হাশর, আয়াত-৭)।
সূরাঃ আল-হাশর [59:8]
لِلْفُقَرَآءِ ٱلْمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأَمْوَٰلِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ
লিল ফুকারাইল মুহা-জিরীনাল্লাযীনা উখরিজূমিন দিয়া-রিহিম ওয়া আমওয়া-লিহিম ইয়াবতাগূনা ফাদলাম মিনাল্লা-হি ওয়া রিদওয়া-নাওঁ ওয়া ইয়ানসুরূনাল্লা-হা ওয়া রাছূলাহূ উলাইকা হুমুসসা-দিকূন।
এই ধন-সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টিলাভের অন্বেষণে এবং আল্লাহ তাঁর রসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা ও ধন-সম্পদ থেকে বহিস্কৃত হয়েছে। তারাই সত্যবাদী।
(Some part is due) to the indigent Muhajirs, those who were expelled from their homes and their property, while seeking Grace from Allah and (His) Good Pleasure, and aiding Allah and His Messenger: such are indeed the sincere ones:-
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, 'তাদের (বিত্তশালী) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। ' (সূরা জারিয়াত, আয়াত : ১৯)। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে অন্যত্র এরশাদ করেন, 'তারা আল্লাহর সন্তুষ্টি তথা তার আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে। ' (সূরা দাহর, আয়াত : ৮)।
আসালামু আলাইকুম,
Date : 7 May 2021
Time : 5:00 PM
জনাব, ৭ মে টি.এস.সি মোরে আমরা ৭ টাকায় ইফতার বিতরণ করতে যাচ্ছি। এই কর্মসূচীতে আপনাদের উপস্থিতি কামনা করছি। আপনারা পাশে থাকলে আমরা আনন্দিত ও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এই মানবিক কাজে এগিয়ে আসার অনুরোধ রইল।
" ধন্যবাদ "
মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
"আল্লাহ্ আপনার মঙ্গল করুন "
* আপনার এবং আপনাদের প্রিয় জনদের মঙ্গল কামনা করছি।
©Welftion
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment